যদি রাস্তা জানলে তো রাস্তাই জানলে
মন সে রকম নয়, মন এক উদাসী পারচমেন্ট ফর ফর করে ওড়ে
রাস্তার ধারে তৈরি তৈরি সব একারা
চা
সানগ্লাস ভদকা ক্রিম-ক্র্যাকার ওমলেট নেয়
নিয়ে বাস্কেটের কথা লেডি-বার্ড সাইকেলের কথায়
ফুল বা আপেলে যায়
নদীতে যায়
নদী বলে, হে রাস্তা
রাস্তা বলে, হে হে নদী
রাস্তা খুললে রাস্তাকে জানলে এবার নদী এবার শয়নাতীতা জল
জল
হো-গম্ভীর আরম্ভে এবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন