বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

তৈমুর খান-এর কবিতা


 সম্ভাবনা

 সম্ভাবনা ছিল, কত সম্ভাবনা থাকে

 পরিস্থিতি তবুও বিপথে নিয়ে যায়

 কুয়ো খুঁড়ে খুঁড়ে সারারাত

 আমরা পিপাসা নিয়ে বসে থাকি



 সন্ধ্যা কি আগমনীর নাম?

 আলোর সীমানা জুড়ে, তার পদধ্বনি

 শুনতে শুনতে আমরা অপেক্ষাতুর

 মনে মনে শয্যা পেতে রাখি



 অসহিষ্ণু কাঙালি সময় জুড়ে বাস

 কখনো শেয়াল হয়, কখনো হাঁস

 আমাদের প্রকীর্ণ নির্বোধ অভিলাষ

 আর দাঁড় টানে মন, অথবা সাঁতরায়



 যদিও নদী নেই, ক্ষতগুলি অদ্ভুত বিষাদ

 ফালাফালা করে দেয় নিরন্ত সংরাগ

 সংরাগে অন্ধকার, ডুবে যায় চাঁদ

 আমরা আগুন খুঁজি

                        নিহত বিপ্লবের মাঠে আগুন জ্বালাই

২টি মন্তব্য: