বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

কামরুল ইসলাম-এর কবিতা

 আমাদের রক্তের চাঁদ

ভেঙে যাওয়া জনসভার ছায়া যেন দাঁড়িয়ে আছে

হাহাকারে, সর্পিল বাতাসে, উজানের আঙিনায়-

সবকিছু জেগে আছে পাশে,

                            আকাশে ফুটে আছে বাণ মাছ।

 

পাকা কাঁঠাল ভাঙা করে যারা ভেঙে যাচ্ছে নারী ভূগোল,

যারা কবরের অচিন রঙে রাঙিয়েছে অতীতের স্মৃতি,

তারাই তুলে নিল নীল গোলাপের মৃদুমন্দ হাসি।   

 

অলস আগুনেই আমার যত ভয়,

                                                 যত অপার বিস্ময়।

 

পাহাড়ের নিবিড় প্রশ্রয়ে যে সব ঘাস আগাছার মাথা

বাতাসের উদাস সুরে বেড়ে উঠছে মনে মেজাজে

সেইদিকে, শোন হে বণিক, সেইদিকে আমাদের রক্তের চাঁদ

রাতের শান্ত আনাজ, কাঁচা লঙ্কা পান্তার দেশ।

 

সমুদ্র শঙ্খের সান্ধ্য বাণিজ্যে জলে ভাসা

প্রিয়তম চাঁদ ফেটে যায় ঢেউয়ে লবণে

1 টি মন্তব্য: