বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা

পোশাক

পশুদের গায়ে পোশাক থাকে না

নিজেরাও পোশাক পরে না,

       চিড়িয়াখানার পশুদের গায়ে

             পোশাক চাপানো থাকে,

কেননা সেখানে মানুষের আনাগোনা

মানুষের নিয়ন্ত্রণ!

               মানুষের স্পর্শ!

যেখানেই মানুষ--সেখানেই পোশাক!

           

পশুরা পোশাক পরলে বিভ্রান্ত হতো

        একে অপরকে চিনতে পারতো না!

নিজেদের ডাক  আওয়াজ বুঝতে পারতো না

পশুদের কণ্ঠধ্বনি পশুরা নকল করে না!

 

মানুষের কত রকমের পোশাক 

             পোশাকের কত রকমের রং,

মানুষকে চেনা দায়পোশাকে কি চেনা যায়?

 

পশুরা পোশাক না পরলেও--উলঙ্গ মনে হয় না

মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়!

 

1 টি মন্তব্য: