কর্জখতিয়ান
আকাশে ছিল না মেঘ তবু কী করে ঝরালে এত বৃষ্টি অনর্গল
কফি হাউস জুড়ে তখন শব্দের ঊর্ধ্ব উৎসার
মেঘ ছিঁড়ে ফেলার জন্য কী যথেষ্ট ছিল না!
তোমার কথায় ফিরে ফিরেই আসছিল সেই খুঁজে দেখার গল্প
কোথায় খিদের জন্ম জেনে নিতে আমাদের ক্লাসঘর ছেড়ে
দাঁড়াতে হয়েছিল এক প্রান্তরের রুপোলি আলোতে।
ফেরার সময় মাঠে কেউ আর অপেক্ষা করেনি
নিত্যযাত্রী পাখিরাও তুলে নেয়নি খসে যাওয়া পালকের ফুল
বৃষ্টি ঝরালে তবু ভিজে যাইনি অসহায়
আঙুলে তোমার যেন আংটির নিষ্পেষণ লেগে ছিল
নিষ্পেষণ সংজ্ঞা ফেরাতে পারে বৃষ্টিও পারে
দুঃখগুলি মেলে ধরলে জানাজানি হয়ে যায় বিশ্বস্ত গোপন
পাতলা ভিড়ে তোমার বা তোমাদের
নামগুলো না বলাই ভালো
সময় আসুক ঠিক লিখে রাখব সূর্যের কর্জখতিয়ান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন