বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

প্রণব বসুরায়-এর কবিতা


যাপন চিত্র 

আস্তানা পাল্টে গেলে সব কী বদলায়!

বইয়ের ফাঁকে থেকে যায় কিছুটা সময়

থাকে ফুলস্টাফ করাহাল্কা মাদক গন্ধের

ফেলে আসা দেয়ালে কোন টিপ ছাপ নেই?

টিকটিকিটাও আত্মীয়ের মতোটলটলে চায়--

পশ্চিমের জানলাটা সরে গেছে শুধু,

স্কুল-বাড়িটা চোখের আওতায় নেই আর

                    সেই দিকে অন্য পাড়া


তবু তো যেতেই হয়সেটাই নিয়ম

আঁধার বাধা দিক যতো


মনে রেখোযাচ্ছোকিন্তু সরছি না

ঠিকানা ঠিক তালাশ 'রে নেবো--

1 টি মন্তব্য: