সন্ধ্যা নামলে
সন্ধ্যা নামলে আকাশ কি
কিছুটা বিষণ্ণ থাকে?
নাকি নক্ষত্রের ধূসর আলো
যে রহস্য ছড়ায়
তাকে উপভোগ করে?
আমি যদি সূর্যকে আলোর দূত ভাবি
রাত্রি কি অন্ধকারের যাত্রী?
আসলে সন্ধ্যার আছে এক নিজস্ব রূপ
তার রূপের মহিমা নিয়ে লেখা হয়েছে
অনেক কথাও।
সন্ধ্যা আসলে এক গোপন প্রেমিকা
যাকে নিয়ে বেশ ভালো থাকা যায়
আর প্রেমিকা জানে কখন মিলন ও বিরহ।
আকাশের উদারতা আছে বলেই
সন্ধ্যা এমন নীরব থাকে।
সন্ধ্যা নামলে আকাশ কখনো বিষণ্ণ থাকে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন