যাত্রা পথ
প্রতিদিন দেখি সূর্য ওঠা
অথবা অস্ত যাওয়া, দিগন্ত জুড়ে।
আলো ফুঁড়ে অন্ধকার নেমে আসে
এই পৃথিবীর ঘাসে ঘাসে।
আগত সন্ধ্যায় পাখিদের কাকলী
কূজন, থেমে যায় , জগত শায়িত
হয় ঘুমঘোরে।
মাঝখানে থাকে অগণিত সেতু
ছড়িয়ে ছিটিয়ে, হেতু হয়ে দাঁড়ায়
জীবন চর্চায়। তারপর একদিন ওত
পেতে থাকে শেষ সময়ের শেষে
যাবতীয় গমনাগমন থেমে যায়
তার ইশারায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন