আড়ালে, ৯ ডিসেম্বর
(স্মরণ : কবি নাসের হোসেন)
অভ্যাসের স্বাভাবিক স্রোতে ঘন ঘন মোবাইল দেখি,
তোর কোনো ফোন এখনই হয়তো সমন্বিত ছন্দে
অকম্পিত কন্ঠস্বরে জানাবে নতুন কবিতার উচ্চারণ,
পেইন্টিং-এর বিচিত্রিত ব্যবহৃত রঙ, সংগীতের
বিস্তৃত ভুবন, ছেলেবেলার প্রিয় কোনো স্মৃতি,
বাবা-মার আদরের চিহ্ন, বোনেদের আনন্দময়
সহৃদয় কাকলি...
আড়ালে চলে গেলে বুঝি সব যোগাযোগ অস্পষ্ট
প্লাবিত ইথারে সংকোচে কোথায় হারিয়ে যায় --
নিবিড় আকুতিও বেদনার মতো বিবর্ণ জানলার পর্দায়
প্রতিহত হয় যেন কোনো অনাহত ধ্বনি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন