বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

স্বপন রায়-এর কবিতা

 

বাড়ি          

 

বাড়ি এখন

বাড়ি তখনো একটাই

দুটো হলে দুরকম দুঃখও হতো

#

একদিন সুখ বড় হবে

এই বোল

এই আশা মুন্ডাদের গ্রাম পেরিয়ে

                       বাড়ি টাড়ি পেরিয়ে

                                        জলে

জলের কোন রঙ নেই

তবু জল-রং

বাড়ির অবশ্য ধরা-চাঁদ আছে

বিছানায় কাজ

সূঁচ থেকে নেয়া ফোঁটা ফোঁটা

                          মৃদঙ্গ 

ধা-ধা বাঁয়া

#

বাড়ি আর আলো

টুকটুকি থাকলেই নেভেনা


 

২টি মন্তব্য: