শুশ্রূষা
স্বপ্নের ভিতর ছবি করে একটা পেনসিল
সারা সন্ধে নিজেকে তাতানো
রাতে মেঘ মেঘাতু লিরিক
ঘুমের মধ্যে বৃষ্টি হয়ে গেলে
ভেজা ছবি ভেজা পেনসিল
আকাশ আলো ফেলছে
বাজারের মাথায় সূর্য
হাতের নাগালে রুটি
কাটা ছড়া স্বপ্নে আমি ব্যাণ্ড এইড লাগাই
তাতে বিকেল না
তাতে অস্ত না
অসমাপ্ত ছবিটাই তুমি হে শুশ্রূষা
সেঁক দিচ্ছো পটি দিচ্ছো এক পাতা সন্ধ্যায়
স্যার, খুব ভাল লাগল।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকতো অল্প কথা... কতো পরিপূর্ণ...
উত্তরমুছুন