মঙ্গলবার, ১ জুন, ২০২১

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা



মেডিটেশন

ভালোবাসি ভালবাসি বললে ভালোবাসা হয়না

 

যন্ত্রণা গাঢ় হলে যেভাবে নেমে আসে চোখের জল

সে তেমন কান্না নয়

গভীরতা ঘন হলে যেভাবে চিন চিন করে বুক

জঠরের আশঙ্কা

তার কোনো সশব্দ উচ্চারণ নেই

 

ভালোবাসা ছাড়া

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন