মঙ্গলবার, ১ জুন, ২০২১

ইন্দ্রাণী দত্ত পান্না-র কবিতা


নূর আগুন

নিজের এই পাগলপনা সঙ্গী এখন...

সারাদিন চোখে ধরে রেখেছি একটাই চেহারা
দীর্ঘ বাঁকা ভুরুতে অনেকটা উড়ান নিয়ে রোজ আসে  সে
আড়াল থেকে দেখি আর কুরুশ কাঁটায় বুনি এক গোলাপবাগের ব্যথা ব্যথা সুখ
অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে চতু্র্দিকে-- তীব্র শব্দ ঢুকে পড়ছে রক্ত স্রোতে
মুখের আবরণী সরিয়ে মধুর করে হাসি নতুন শংকার দিকে, হাতে হাত রাখারও চেষ্টা করি
একজোড়া বলিষ্ঠ হাতের বেষ্টনীর কথা কল্পনা করে করে রাত দেখি। দৃষ্টি নেমে আসে পিঠ থেকে পিছলে পড়া আলোয়
আমি যখন ভালবাসতে চাইছি তখনই  আকাশে আগুনে  পতঙ্গ
উড়তে উড়তে খসে পড়ছে  ঘাসে।

ভাবছি চোখের করুণ চাহনি কি আমার জন্য হতে পারে?
অথবা দৃঢ় হাতের পাতায় কোনো কল্প সফর?

1 টি মন্তব্য: