মৃতের স্মৃতিস্তম্ভ
সারাদিন অসংলগ্ন ফরমাস সমগ্র অঙ্গে কারুকাজ
লেপন করে চলে। স্মরণশক্তি বাজি অবলম্বনে
অসমর্থ হলে লাল চোখ মেলে ধরে হাত।
সন্তরণশীল তরঙ্গ বিস্তৃত ডালপালায় আবিষ্কারের
আশায় দিন গোনে। আপন মহিমায় বিরাজমান দীর্ঘ
প্রাচীরপত্র। তীব্র আঘাতে বিদ্ধ এ শবযান!
বিরাট শূন্যতায় পড়ে আছে আজ সিঁড়ি দরজা
জানলা... বিছানায় শৃঙ্খলিত বিন্যাস। নিঃঝুম
পেয়ারাতলা শিউলি-ছড়ানো শীতল উঠোন।
নির্দিষ্ট টেবিল-চেয়ার নির্বিচার স্থান করে
নিল আরও একবার নিরুচ্চার গম্ভীর।
"নির্দিষ্ট টেবিল-চেয়ার নির্বিচার স্থান করে নিল আরও একবার নিরুচ্চার গম্ভীর।"
উত্তরমুছুনচমৎকার প্রকাশ, দারুন ব্যঞ্জনাময়...
খুব ভালো লাগলো!
উত্তরমুছুন