মঙ্গলবার, ১ জুন, ২০২১

রোশনি ইসলাম-এর কবিতা


আসা-যাওয়া

নিথর মূর্তির বাক্যালাপ

সে কি প্রতিধ্বনি!

দূরে পাহাড়ের কোলে

নদীর জলোচ্ছ্বাস

এসো, নিমগ্ন হই

         শুনি কলতান।

 

পাহাড় জলপ্রপাত     

         রংবেরঙের পাখি।

গাছের শাখায় দোলনা

                              দুলছে।

এই আসা-যাওয়া

           এই হাসি-কান্না

প্রকৃতি ছুঁয়েই

          খুশির হাওয়ার বন্যা।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন