মঙ্গলবার, ১ জুন, ২০২১

নীলাদ্রি দেব-এর কবিতা


স্টেশনপাড়া

স্টেশনে এখন আর কোনও ট্রেন থামে না 

গলে যাওয়া বরফের মতো শীতল 

                                           ঘুমেরা স্থির 

চিঠি হারিয়ে গেছে, আমার পুরোনো বাড়ির ঠিকানা

একটা জানালা খোলা ছিল 

হাত বাড়ালে পায়রার পাখার শব্দ 

হঠাৎই ভেঙে গেল জল, কিংবা গ্লাসভর্তি মেঘ

1 টি মন্তব্য: