মঙ্গলবার, ১ জুন, ২০২১

সুবীর সরকার-এর কবিতা


রাস্তা

প্রায়শ বর্ষাকাল।মেয়েরা সব আংটি খুলে আস্যাইলামে ঢুকে পড়ছে।

পুরোন প্রবাদ বুকে নিয়ে আমাদের দীর্ঘ ঘুম।ওল্টানো নৌকোর পাশে 

সাপের খোলস।কাছিমের ডিম।ইদানিং খুব ভয়ের ভিতরে থাকি।

ঘামের নদীতে কাগজের ফুল।ঘুম কমে গেলে

আমাকে তাড়া করতে থাকে সাত সমুদ্রের জল।

অসম্ভব লাল ঠোঁট নিয়ে  নেমে আসি ব্যস্ত শহরের

                                                     রাস্তায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন