মঙ্গলবার, ১ জুন, ২০২১

মাসুদার রহমান-এর কবিতা



জাহাজটি ডুবে গেছে

তলোয়ার নেই; আবার আছেও- গর্দান নামিয়ে ফেলবে। দুপুরবেলা ফলচাষি ঘেমেনেয়ে সবুজ ডাব নামিয়ে আনছে গাছ থেকে। সবুজপাতা ভরা নারকেল গাছের দিকে তাকিয়ে মনে পড়ে- সবুজশড়ি পড়ে তোমাকে নির্জন জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম

 

বিশেষ দ্রষ্টব্যঃ জাহাজটি কোনদিন বন্দরে ভিড়েনি- ডুবে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন