মঙ্গলবার, ১ জুন, ২০২১

ফেরদৌসী বেগম বিউটি-র কবিতা


 আমি যখন মহান শহীদদের আত্মদানের কথা বলি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে ভাবছি,

দেশ মাতৃকার তরে লাখো শহীদের আত্মদানের কথা,

কতটুকু দিতে পেরেছি আমরা-

শীর্ষে এক বিচার সভায় বসে

আমরা সকল পাপাচারের কথা

নিজেকে নির্দোষ ভাববার কত ছলাকলা,

আশ্রয় নিতে থাকে মুখোশের আড়ালে।

অকস্মাৎ আবিষ্কার করি আমার প্রচ্ছায়া

কায়া থেকে বেড়িয়ে গিয়ে বিশ্বাস ঘাতকের মত

ছন্দ-তাল আবেগ উচ্ছ্বাসের থলে টাকে

একবার উপলদ্ধির আয়নার পেছনে

মেনি বিড়ালের মত কিসের জানি একটা

গোপন মতলব এঁটেছে আমার অজান্তে

আবার অজানা আশঙ্কায় আঁতকে উঠছি

কোন এক ভয়াবহতায়

তবে আর না সাড়ে সাত কোটি নয়

আঠার কোটির বলিষ্ঠ হাত একসাথে।

২টি মন্তব্য: