মঙ্গলবার, ১ জুন, ২০২১

গৌরাঙ্গ মোহান্ত-এর কবিতা


মিরাপ্রবণ আকাশে তরঙ্গ

যে টিস্যু পেপারে দীর্ঘ পথের উচ্ছ্বাস আঁকা হয়েছিলো তা এখন আরব সাগরের ওপর সবুজ চন্দ্রাতপ। সৈকতে বসে যারা মার্মেইডের গান শুনছিলো তারা পাহাড়ি ফুলের গন্ধে আবিষ্ট হয়ে পড়ে কেননা শিল্পীর নীল বসনের ভেতর অসংখ্য পাহাড় গেঁথে দিয়েছিলো পুষ্পকস্তুরী। পৃথ্বী থিয়েটারের কাছে কস্তুরীর উন্মাদী কণায় বাতাস কেঁপে উঠতে থাকলে সময়-অতিবাহন অনিবার্য হয়ে পড়ে। রাত নেমে আসবার আগে অকর্মণ্য পথচারীদের দ্রুত অতিক্রম করে একটি তরঙ্গ মিরাপ্রবণ আকাশে উড়ে যায়।



১১.০৫.২০২১ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন