মঙ্গলবার, ১ জুন, ২০২১

সুদীপ্ত  মাজি-র কবিতা



অসমাপ্ত গানের খাতা 

কত যে গানের টুকরো চুরি করেছিলে

 

জ্যোৎস্নার জাফরিমাখা কত 

                             মায়াবাতাসের ছোঁয়া 

অলিন্দের চোরাপথে চুপিসাড়ে লগ্ন রেখেছিলে

 

গাছপাথরের চক্রে বেশ কিছু রেখা বেড়ে গেছে

 

অচিরাচরিত কোনও হাওয়া এলে আজ  সন্ধ্যাবেলা:

সুগন্ধিত রেণু তার বাতাসে ছড়ায়

 

চুরি করা গানগুলি আজও এত জ্যান্ত,সাবলীল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন