অকাল শোক
অক্সিমিটারে মেপে নিই জীবনবিমা
সমান্তরাল হার্টবিটের মাঝে উঁকি দেয়
প্রিয় সম্পর্ক —
মৃত্যুমিছিল— মৃত্যুমিছিল—
সমস্ত রকম সোস্যালমিডিয়া বন্ধ রাখি
এই সময় কবিতা লেখা আমার কাছে বিলাসিতা...
তবুও কিছু কিছু অক্ষর অক্সিজেন জোগায়
বদ্ধ থাকা শ্বাসনালীতে চুঁইয়ে পড়ে কর্পূর গন্ধ
নীল ও ধূসর শোকগুলো বুকে করে
ভাসতে থাকি অকাল প্লাবনে—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন