সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা

পরিবাহী পাখি

অলক চুলের হাওয়া

বড়ো পরিবাহী

বিদ্যুতের মতো গাল ছুঁতে চায়।

ছুঁতে যাই চুল ......

বাদামী ট্যারেন্টুলা অচানক তেড়ে আসে!

এতোই তোমার বিরাগ গজল, কেন ছুঁতে ভয়?


ইমনের রাগে রাগে জানালার কোনে

তোমার হারমোনিয়াম কেন লাল শিমূলেরে ডাকে?

ও আমার পরিযায়ী পাখি

ভুলে কেন যাও

বিদ্যুত পীড়িত দিনে

ফাল্গুনের অপেক্ষায় আমি এক দীর্ণ পথচারী।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন