রবিবার, ১৯ মার্চ, ২০২৩

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা


ভায়োলেট দহন থেকে ঝরে পড়ে আদমের পরাজয় 

আর কম্পনের সারবস্তু নিয়ে আমাদের কথাই হয় না , একেবারে প্রেমিকের রংকরা চুলে ছড়ানো লাল কনিকার কেমিস্ট্রি — বানভাসি সুখে লিরিক্যালি প্রেমের রাগিণী— বুঝতেই পারছি না কোন খণ্ডাংশ কামনা করলে উজ্জ্বল আকাশের নীল মাখে নির্বাণ — এখনই  ভোরের ঘাসে শ্বাস তোলা আলপথ নিজেকে ভাবছে গড়ছে 

লিপ লাইনের কাছে উড়ছে ভিমরুলটি — নিজের সাথে চোখাচোখি হয়ে গেলেই ভায়োলেট দহন থেকে ঝরে পড়ে স্যাঁতসেঁতে আদমের পরাজয়  — নোনা জলের সংলাপে ভরে কমণ্ডলু 

জলচক্রে ঘুরতেই থাকি একা — আর মহাকাশে ঢুকে যাচ্ছে খাল বন ধূ ধূ জমি 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন