রবিবার, ১৯ মার্চ, ২০২৩

অমিত কাশ‍্যপ-এর কবিতা

চাঁদ কথা 

কাল রাতে শিক ধরে দাঁড়িয়েছিল যে চাঁদ 
সে খুব চেনা, আমাদের বসার ঘরে 
শোয়ার জায়গায়, ডাইনিং টেবিলে 
অনেকক্ষণ ঘোরাঘুরি করে কি যেন বলে 

আমি বুঝি না, ভূতগ্রস্ত কখনোই নয়
অন্য প্রকৃতির, তাও নয়, কেমন অগোছালো 
মন্দারমণিতে যেদিন চাঁদের হাট বসেছিল 
সেদিন হাটের সামগ্রী ছিল তট ভরে 

আমি নিরুপায়, চুপি চুপি এসে দাঁড়াই
তট ধরে রুপোলি ফানুস যত্রতত্র ওড়ে 
আকাশে এক অদ্ভুত মায়াজাল, চাঁদ কথায় 
চাঁদ কথা দিয়েছিল, টু দিয়ে যাবে

অজস্র শৈশব এখন রাতের হাওয়ায় 
হইহই করে পালিত হবে আজ মায়ের জন্মদিন 

 

1 টি মন্তব্য: