রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সুস্মিত হালদার-এর কবিতা

লাদাখ

যেন ধ্যানমগ্ন বুদ্ধ- নিস্তল,অস্তিত্বে উদাসীন

পাদদেশে অবিরাম কলকল শব্দ,‘মারের’

ধ্যানভঙ্গ অভিপ্রায়। ওঠো, গহিন, সম্বিত পাও।

তবু সে নিশ্চল, স্থিত একভাবে, নির্বিকার ধ্যানী।

 

তার শুষ্ক গাত্রে নেই সবুজের মসৃণ প্রলেপ

কর্কশ হিমেল বাতাস তাকে করেছে ক্রমাগত

ক্ষত বিক্ষত। যেন হাতুড়ি আর ছেনির আঘাত

খোদাই করেছে তার চিত্র-বিচিত্র অনন্তরূপ।

 

সে অনন্তরূপ সুন্দর। বুদ্ধের মতো রাজসিক।

 

২টি মন্তব্য: