রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বন্ধন পাল-এর কবিতা

বিস্মৃতি

লেখা লেখা খেলা
খেলেছি দীর্ঘসময়, সেই স্থানে আবার যাবার 
পথ ভুলে গেছি ;
স্মরণে নেই অতীত পদক্ষেপের শব্দ 
এখন বৃষ্টি শুধু— প্রত্যাশার কূলভাঙা বাড়াবাড়ি বারি
প্লাবনে প্লাবনে মুছে দিয়ে যায় ফেলে আসা দাগ।

ফুল-সুবাসে মাতানো হাওয়া,
রঙে ভাসানো আকাশ,মাটির ধূসর গভীরতা
কলমের কালি হয়ে খাতার পাতায় হেঁটে যেত 
এইটুকু শুধু মনে আছে, ভুলে গেছি সে পথের দিশা।

দিনের আকাশে কত চেষ্টা করি, তারা খুঁজে দেখি,
দৃষ্টির ব্যর্থতা— সে বন্দি হয়ে গেছে রোদের গরাদে;
বন্ধ চোখে অন্ধকারে বিন্দু বিন্দু তারার প্রকাশে
কবিতার চোখ যেন ঘুম ভেঙে জাগে।
অবাধ উচ্ছ্বাসে তাকে ছোঁব বলে চোখ খুলতেই
আলোর সাম্রাজ্যে দৃষ্টি অন্ধ হয়ে যায়!

সে পথ হারিয়ে যায় তখনই
অগম্য প্রান্তর শেষে অচেনার অরণ্যের দিকে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন