রবিবার, ১৯ মার্চ, ২০২৩

প্রাণজি বসাক-এর কবিতা


জন্মদাগ

চিবুকে জন্মদাগসহ জন্মেছিল বালিকা মণিদীপা

ঘরের মেঝেতে আলপনা দিতে অম্বরে লাগে দাগ 

আজন্ম চিহ্নিত রঙদাগ যেন বিশ্বজনীন মায়াসৃষ্টি

ভালোলাগা ভালোবাসা তুমুলযুদ্ধ কি হবে তবে হে

পাঠশালা থেকে নামডাকা হয়ে গেলে নামতাপড়া 

দাড়িয়াবান্ধা খেলায় যেটুকু লাফঝাপ তা জয়ঢাক

মাঠটুকু ফেলে বালকবালিকা যায় বিস্তৃত বাতাসে 

আর ফেরে না মুথাঘাসে মুখ ঘষে করে না আপন

যে বাতাস যে জল চলে গেছে জানালার দৃষ্টি পথে 

সে পথে মানুষ রেখেছে জন্মদাগ গ্রামীণ জনপদে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন