রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সোনালি বেগম-এর কবিতা

সরোবর

 

জগৎ-জীবন ভাওয়াইয়ালালনগীতিজারিগান

                                                       অন্তরের গভীর মিলন।

অনন্ত জাগরণ মাটির শরীরে।

জানালার ​রা​ ছুঁয়ে তির্যক আলো-অন্ধকার

ভালোবাসার হাসি আত্মস্বরূপ সম্মোহন-বলয়।

পলিমাটির যৌবন শাণিত কৃপাণ নির্মাণ

কোনো ভুলভাবে বাঁচতে শেখা নয়

                      কুয়াশাশিবিরে পৌঁছে যাওয়া জনঅরণ্য।

আঁকাবাঁকা ঘুরপথে খণ্ডপ্রলয় বার-বার

জোয়ারের জলে শঙ্খধ্বনি

                      বিহ্বল দক্ষ রসায়ন

অস্তিত্বে সংকট হারিয়ে বাঙ্‌ময়।

প্রজ্জ্বলিত অঙ্গীকার প্রবল হাওয়া –––

ফুল-ফোটার আর্তনাদ ক্রমে

                     তৃপ্ত মানস সরোবর। 

 

 

৩টি মন্তব্য: