শুক্রবার, ২ জুন, ২০২৩

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা

নিরক্ষীয় অসুখে ব্যথা আর মায়া

রাস্তার ওপাশে পাখিটি ডানা বিছিয়েছে শীতার্ত ডাঙার  উপর , তার চারপাশে চিহ্নিত রিদিমের বিন্দু বিন্দু শিশির , ফাঁকে ফাঁকে খড়কুটোর নিশ্চিত আলিঙ্গন , এখান থেকে ঢেউ খেলানো অ্যাসবেসটসের ফিসফাস সাদাকালো 

 আর কোনো দেয়াল নেই , বাতাসে বারোমাসের প্রনয়ণ বাজে ; নিরক্ষীয় অসুখে ব্যথা আর মায়া  — অনাহতে কাঁপতে থাকে ফিকে বঙের বলাকা 

 

আমি তাপন হই ,  কিছু মাছ ঘাই মারছে ভোরাই সাথে নিয়ে 

 

লাবণ্য ভাসে দিগন্তের ঝিলে , আবছা গাছেদের পাহাড় থেকে জন্ম ছড়ায় পিপাসার উপর

আমি অসীমের দিকে তাকাতেই পুবের নির্জ্ঞানে উড়ে যায় মাছরাঙা , চিকচিক ধ্বনিরা হারিয়ে যাওয়ার মতো ভয় পেতে পেতে ঋণী হয়ে যায়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন