শুক্রবার, ২ জুন, ২০২৩

সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা

ঝিনুকের ভাষা

তুমি কি সেই বদলে যাওয়া অসময়ের পাখি?
যার উড়ালে ভেসে ওঠে বাঁক বদলের ইশারা!

তুমি তো সেই নদী,যার জলে সাঁতরে চলেছি জীবনভর।
তবু অপরাহ্নের ম্লান আলোয় বিষাদ ঘনায় মনে।

সব অশ্রুকণায় লুকনো থাকে কি অপরাধ?
নাকি থাকে অস্পষ্ট শূন্যের ঘরবাড়ি! 

বুকের সমুদ্রে অগুনতি ঝিনুক খেলে বেড়ায়...
যাদের ভাষা ঠিকঠাক পড়তে পারিনি আজও।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন