শুক্রবার, ২ জুন, ২০২৩

কৌশিক সেন-এর কবিতা

মান্ডি

বাঁকা চাঁদ ছিল মান্ডির ঠিক কোণটায়
শ্যামলী বিকেল ফিরে গেলে বাঁশঝাড়ে
বাসি লালশাক ছড়ানো ছিটানো মনটায়
ভিজে শোক মেলা অগণন কাঁটাতারে।

ধূলো উড়ে গেলে এঁটো শালপাতা ধায়
বাসকশয়নে রিপুর দহন বৃন্তে
শনি রোববার একা জাগে শ্যামরাই
বহুযুগ লাগে এতো অলিগলি চিনতে।

তেলকুপি জ্বলে জলঝরা মেঠো জলসায়
পিলসুজ কাঁপে ভাঙা মন্দিরগাত্রে
গলে যায় মেঘ, বিগলিত কিছু মালসায়
আদার ব্যাপারি ঝাপ খুলে রাখে রাত্রে।

হাটবার শেষে সুধারসে ভরে পাত্র
খালি টুকরিতে চাঁদ ওঠে, এইমাত্র।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন