দ্যাখো, অপমানের পাশে একটা তীব্র অপেরা
হাউজ
সেখানে বাজনা বাজে।
আজকাল মেজাজ হারাচ্ছি।কষ্ট
গোছাচ্ছি।
সরষে খেতের ভেতর তীব্র এক মায়া!
কাউকে দেখাবো না ক্ষতচিহ্ন
এক বুক দাহ নিয়েই ডুবে যাবো দহের
ভেতর
আমাদের জন্মান্তর নেই।
রোদে মেলে দেওয়া টুপি নেই।
অথচ জানালা খুলে দিলে রোদ ঢোকে
ঘরে
হাঁসের পিঠে বসে থাকে উদাসীন পাখি
আর বিবাহের পাশে কিভাবে জুড়ে বসে পুরাতন
সানাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন