শুক্রবার, ২ জুন, ২০২৩

ফটিক চৌধুরী-র কবিতা

যতটা সুখে থাকার কথা

যতটা সুখে থাকার কথা
                                 ততোটা সুখে নেই কেউ
তবুও কেউ কেউ ঠিক সুখে থাকতে জানে
ভাঙাসুখ ভাঙাদুঃখ তারা জোড়া দিতে জানে।
একটি পাখি ঠোঁটে বয়ে নিয়ে যায় যে সুখ
                আহার তুলে দেয় ছা-পাখির ঠোঁটে
চারিদিক মুখরিত তখন পাখিদের কলতানে।

কপালে দুঃখ নিয়ে যাদের জন্ম
                                    তারা সুখী হয় সহজেই
আকাঙ্ক্ষার ছোট ছোট ঘরেই তো তাদের বাস।
যতটা সুখে থাকার কথা
                    কেউ কেউ পেয়ে যায় বেশি
কখনও অন্যপথে, কখনও দেখিয়ে পেশি
চারিদিকের সবটুকু কালো, করে ফেলে গ্রাস।

আমি পেতে চাই ততোটাই সুখ
যতটা আমার সুখে থাকার কথা।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন