পঁচিশে বৈশাখ
বাতাসে বারুদের গন্ধ ভাসে
ভাষণে ভাষা নেই আছে হুংকার
শালীনতা শব্দটা বিলুপ্ত অভিধান থেকে
আমরা এখন বিবর্তন বৃত্তে পশ্চাৎ গামী।
হতে পারে হিংসায় উন্মত্ত পৃথ্বী
আপনারই ভাষায়
কিন্তু এখনো প্রতিদিন ফোটে চামেলী আর মল্লিকা সকাল সন্ধ্যায়
এখনো তরুণ তরুণী পাশাপাশি বসে জীবনের মুখ দেখে
গঙ্গা র অজস্র জলসাঘরে কোন এক বৈশাখি সন্ধ্যায়
এখনো শিশির ভেজা শীতল দূর্বা
দেখাতে চায় স্বপ্ন এক অনাবিল পৃথিবীর।
কিন্তু আমরা হারিয়ে ফেলেছি
আপনার প্রদত্ত চোখ
সুন্দর অভিলাষী জীবন দর্শন
নেই কোন পথপ্রদর্শক।
আসছে কালবৈশাখি
আকাশে বিদ্যুতের চিড়
নামবে বৃষ্টি অবিশ্রান্ত
মুছে যাবে জীবনের সব জীর্ণতা
এক নব জীবনের স্বপ্নে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন