হে অপরাহ্নের সম্রাট,
তোমার দুচোখ আজ গোলাপে আবিদ্ধ ও রক্তাক্ত
স্মৃতিতে যাবতীয় মেঘচ্ছাপ ধূসরতা।
নাগরিক মিছিলের তুমিই কি সেই দীর্ঘকায় প্রেমিক
যার সামনে ভেঙে পড়েছিল পার্ক স্ট্রিটের শ্বেতশুভ্র তাজমহল?
হে আজান বিমূর্ত সময়! স্মৃতিসৌধের নিস্তব্ধতা ভেদ করো,
অতীতের যে সব কথামালা আসতে চাইছে, আসতে দাও।
আজকাল শাহজাহানের পাঞ্জাবী পরে আচমকাই তুমি বের হও
হারানো সাম্রাজ্ঞীকে খুঁজতে,
সংগ্রহ করো নীল আকাশে ভেসে থাকা মেঘ মেঘ কথামালা,
দিগন্তের নির্জনতায় হাঁটতে হাঁটতে লিপিবদ্ধ করো
অপরাহ্নের ঈশানকোণে ডুবে যাওয়া বিদ্যুতের ঝল্কানি।
দূর সমুদ্রের হাওয়ায় কাঁপে অদৃশ্য দু’চোখের ছায়া কিংবা মায়া,
কম্পিত সন্ধ্যার সিলুয়েটে একের পর এক বিধ্বস্ত হয়
ক্ষীয়মাণ সাম্রাজ্যের মায়াবী জলযান।
দিন নেই রাত্রি নেই
তোমার সামনে শুধু নিহত প্রেমিকার ধূসর প্রতিমা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন