শুক্রবার, ২ জুন, ২০২৩

মীনা মুখার্জী-র কবিতা

প্রেমকেলি 

রাতজাগা তারাদের সাথে জেগে থাকে তালপাড়া।

থমথমে আকাশ চেয়ে থাকে,
পাহারায় ক্যাসপার,ঝোপে-ঝাড়ে
তালগাছে ঝুলছে কেমন!

চার-কাচা আলো দেয় নিঃসাড়ে।

নিষাদের মতো জেগে থাকে তিলোত্তমা পাবু লোলুপ দৃষ্টিতে....

দহন করুক নবাগতা তরুণীর
কাঁচা লাজন্তী দেহ!

দুরু দুরু বুকে তোলপাড় ভয়ানক!
ঝিম ধরা চোখে দরজার আড়ালে দাঁড়িয়ে সর্বক্ষণ।

হঠাৎ বিদ্যুৎ এর ক্রূর তলোয়ার,
বুঝি বা বৃষ্টি এলো চেয়ে!

নির্মম ভেজা হাওয়া টোকা দিলে
অশরীরী ছায়া যেন কুর্চিকে আলিঙ্গন করে...…

কখন যে ভেজা রাত ভোর হয়ে যায়!
রাজলক্ষ্মী আজ ও তারাদের ভিড়ে
কেমন উজ্জ্বল!!

 

২টি মন্তব্য:

  1. তোমার কবিতা পাশ ফিরেছে মীনা ! খুব বসলো লাগলো পড়ে ! নীতাদি | !

    উত্তরমুছুন
  2. ভালোবাসা ও শ্রদ্ধা দিদি।

    উত্তরমুছুন