নেচার টক
ছড়ানো ছিটানো আলোয় ব'সে
গেলাস গেলাস নীল পান করছে আকাশ
ঘুমনামা মাঠের দুপুরে
শীতের খোলস প'ড়ে এদিক ওদিক
হাওয়ায় সেচের কাজ চলছে
ভিতরে ক্যানভাস
বিন্দু বিন্দু মাটি, চর, পাখি
ছুটির সীমানা দোতারা পেরিয়ে যায়
আলো এক চুমুক
ভরতে ভরতে খুলে যায় নীলপাখি
পাখিমেঘে ডানা চুরি
আকাশ আকাশ দাঁড়িয়ে থাকা
জলের দাগ ধ'রে তুমি সকাল ঘুরে আসো
আলোর নাগরদোলা
জমে ওঠা খেলায় টেনে টেনে রোদ মেলে দিচ্ছে কেউ
হাত, বুড়ি ছোঁওয়া
আলো আলোকাচে গয়নার সুর
হাত পাল্টে পাল্টে বদলে দিই ফুলদানির ভাবটি
কবিতা মুছে গেলে এ-ও বেশ লাগে…
এ-ও বেশ লাগলো
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ কবি...
উত্তরমুছুনবেশ ভালো লাগলো...টাচটা বদলালে একটু মনে হয়...তুমি কি বলো?
উত্তরমুছুনআমি চিনতে পেরে গেছি, অজানাকে 😄😄... শৌভিক, না?... হ্যাঁ একদম ঠিক বলেছো... এটা অন্যরকম এলো,... তবে আরো কয়েকটা এই 'ভাবে' এলে একটা সিরিজ করতে পারি... তবে সম্ভাবনা র একটা পূর্ণরূপ থেকে যায়... কিন্তু আর আসছে না...
উত্তরমুছুন