সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

নাজিবুর রহমান মল্লিক


সম্প্রীতি

 

ভারতমাতার ছবি না দেখা কাজ হারানো ছেলেটি,

স্বপ্নের খোঁজে কখন যেন হারিয়ে গেল

দরগায় আসা মহিলাটি তাই  আজ,

সঙ্কোচে বলে যায় নিজ নাম

 

 

হেমন্তের সোনার ফসল উঠতে এখনও বাকি কিছুদিন,

শূন্য প্রান্তরে তাই দাঁড়িয়ে অপেক্ষা করে,

সাদা বকের দল,

পড়ে থাকা শস্য দানার আশায়

 

 

হঠাৎ যেন চলে আসে নবান্নের পালা

আলপনা দেওয়া উঠোন স্বর্ণোজ্জ্বল হয়ে ওঠে তাই –––

শুভ্র চালের গুড়োর প্রলেপে

 

 

এসব দেখে ছুটে চলে আসে তাই –––

পার্থেনিয়ামের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে;

সম্প্রীতি

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন