সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

অশোক কর


মায়েস্ত্রো


মসৃণ অন্ধকারে মিশে গেল ভিতরের কালো বিড়াল

এম্ফিথিয়েটারে আমার ছায়া

তখন আমি অন্য কেউ, আমার ভিতরে শনশন হাওয়া

তীক্ষ্ণ বিড়ালচোখে অন্ধকার কেটে খোঁজে অদেখা ভবিষ্যৎ!

কাদের ছুটন্ত পদশব্দ মিশে যায় তরল কালোয়

আমার অব্যর্থ নিশানা, ছুঁড়ে দেয়া তীক্ষ্ণ ছুরিতে

নিখুঁত গেঁথে ফেলি পলাতক ছায়া –––

আলোর নিচে অন্ধকার ছড়িয়ে দিই উজ্জ্বল বর্ণমালা

প্রেমিকার রক্তিম ওষ্ঠ তখন মেরেলিন মনরো প্রতিদ্বন্দ্বী

আর আমিই মায়েস্ত্রো, আমার অলীক আঙুলের ইশারায়

দূর্বার বন্যায় ভাসছে ধ্রুপদী কনর্সাট, মুর্হুমুহ করতালি –––

শ্রোতারা সুরেলা অন্ধকারে মূহ্যমান, হলঘরে ঝলকে উঠছে

হলুদ ক্যাটস্ আই, জ্বলজ্বলে বিড়াল চোখ

খুঁজছে আমার ভিতরের একান্ত অন্ধকার!


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন