আশাবরী
ইনসমনিয়া থেকে ইমনের দিকে হেঁটে যাই
জেগে ওঠা জুঁই ও টগর, জবা
গন্ধরাজ তার সঙ্গে গল্প করে, দেখি:
ব্যালকনি ভরে ওঠে সুরে ও শ্রুতিতে
ভোরের বানান থেকে দু'একটা বর্ণ চুরি করি
লিখে রেখে যাই যত নিদ্রাহীন রাতের ভূগোল
কেউ যদি ভবিষ্যতে অজানা ভাষায় তাকে অনুবাদ করে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন