বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা


পথ

পায়ের আওয়াজ ছিন্ন হয়ে গেলে

বগলে তুলে নেই স্মৃতির ক্র্যাচ!

পথ জুড়ে একটা রাত্রির আকাশে

শুধু বিষন্ন তারাদের গান।

ঘরটাকে খুঁজতে

প্রদোষকালে বেরিয়েছিলাম পথে।

গিট বাঁধা গুল্মের মতো

পায়ে পায়ে জড়িয়ে গেছে সমস্ত পথ,

দড়ির বাঁধন কেটে এই অবেলায়

আমার যে আর ঘরে ফেরা হলো না!

যুবতী ক্যাকটাসেরা এখানেই থাকে,

খোঁপায় তাদের জারুল ফুল।

পথের মরুমায়ায়

তৃষ্ণার্ত হরিণীকে আলিঙ্গন করতেই

শরীরটায় ক্ষত,

পথ জুড়ে ছড়িয়ে আছে যন্ত্রণার ক্ষুর-চিহ্ণ!

পথে কুড়িয়ে পাওয়া পাথরের টুকরোটাই

আমার প্রকৃত সফর সঙ্গী,

তাকে তুলে রেখেছি স্মৃতির পকেটে

ভ্রমণের কাল শেষ হলে

পকেটে রাখা পাথরের টুকরোতেই অমসৃণ দেখে নেবো

ফেলে আসা সময়ের এবরো খেবরো দাগ

পথের মধ্যেই শুয়ে আছে ঘুমপোকা,

দীর্ঘ চলার পথটাতেই হারিয়ে যাওয়া -

কোলাহলের পাশেই ঘুমিয়ে আছে নির্জন এক স্মৃতিস্তম্ভ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন