সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

দেবাশিস চন্দ

 


পলাশমিতালি

কোথাও যাব না আমি, কোনো দূরত্বপ্রতাপ গর্জনে,
বাতাসে বাতাসে কানাকানি, অসহায় মানুষের কান্না,
দূরে সরে থাকার ফরমান, সামজিক দূরত্বের
অসামাজিক বর্শাফলকের রক্তচোখে চোখ রেখে
যাব তোর কাছে, স্খলিত মেঘের শব্দমুর্ছায়
ধুয়ে নেব সব পাপ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে
উড়ে যাব আকাশে, বর্ষার পোয়াতি মেঘ দেবে ছায়া,
রাজপথ, নির্জন বারান্দায় ছড়িয়ে যাবে সম্পর্কশেকড়,
দূরত্বমানচিত্রের কণ্ঠনালী চেপে ধরে শেখাব সহবৎ,
বুক চিরে দেখাব ভাল থাকার আলোকিত শিলালিপি।
#  #  #  #
তোর সঙ্গে আমার প্রাণের খেলা, পারিজাতপ্রেম,
আমি কেন যাব দূরে, তোকেই জড়িয়েমড়িয়ে
পুঁইলতার মতো বেঁচে থাকব বৃষ্টিমগ্ন ভালবাসায়,
তোকে ছেড়ে যাব না কোথাও কোনো দূর দ্বীপে,
তুই আমার পলাশমিতালি, জ্যোৎস্নারাতের গান।

1 টি মন্তব্য: