সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কাজল সেন

 


যেমন একটা গাছ

 

যেমন একটা গাছ

যেমন একটা বটগাছ

যেমন একটা বটগাছের ঝুরি

তোমার আমার মাথা থেকে

আমাদের অন্তরমহল

এই যেমন আমার নিজের পছন্দমতো একটা সাদামাটা চাতাল

একটা নিমগাছ দুটো জুঁইগাছ তিনটে ক্যাকটাসের সাজানো বাগান

 

অজস্র ঝুরি নেমে প্রোথিত হচ্ছে মাটির গভীরে

আমরা এভাবেই প্রতিদিন মাটির অন্দরমহলে

একটু একটু করে সাজিয়ে তুলছি

যার যতটা হলুদ আছে তার ততটাই থাক

আমার আদৌ নেই কোনো হলুদের উপাখ্যান

নাভিজলে নিমজ্জিত হয়ে আমি চাই না কোনো তন্নিষ্ঠ উড়ান

 

সাবেক মঙ্গলাহাটে এখন কেউ হয়তো নিছকই ছন্নছাড়া

রূপটানের আদব কায়দায় গহীন কোনো নীল সরোবর

কার কতটা দায় সেকথা এখন মুলতুবি থাক

শুধু পিছিয়ে থাকা মানুষেরা এভাবেই

কখন যেন ডুবে মরে নষ্ট সরোবরে

আর এগিয়ে থাকা মানুষের সমাগমে

সরগরম থাকে আমার সাদামাটা চাতাল

৪টি মন্তব্য: