সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কামাল হোসেন


অন্ধকার-

 

পিঁপড়েদের জীবনেও আছে

সামাজিক রাষ্ট্রীয় শৃঙ্খলার

নির্মম টানহীন আশঙ্কার লবণাক্ত ভয়,’

ডিসকভারি চ্যানেলের ডকুমেন্টারির

ধারাভাষ্য পাঠক একটু থামলেন,

একইসঙ্গে পর্দায় ফুটে উঠল

চ্যাপলিনেরগ্রেট ডিক্টেটার’-এর

কয়েকটি অমোঘ দৃশ্য...

 

পাগলের মতো ঘণ্টা বাজিয়ে

একটা দমকল গাড়ি অন্ধভাবে

ছুটে মরছে শহরের রাস্তায় রাস্তায়

 

চারপাশে শুধু অন্ধকারের ঘনঘটা...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন