সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

নাসের হোসেন


অগণ্য

আমরা যা কিছুই দেখি তার সংখ্যা অসীম
তার মানে প্রতিটি জিনিসেরই কোনো সীমা-পরিসীমা নেই
এইমাত্র যে জিনিসটা দেখা গেল বা জন্মগ্রহণ করলো
আসলে সে অজস্র
আমাদের চোখ তো পুঞ্জাক্ষি নয়, এমন কী ইন্দ্রের মতো
সহস্রলোচনও নয়
তবু তা দেখতে পায়, ইচ্ছে করলেই দেখতে পায়
চারপাশের এই শত সহস্র অভিযান
তা দৃশ্য হোক বা অদৃশ্য

 

৭টি মন্তব্য:

  1. শ্রদ্ধা।নিজ হাতে কবরে নামিয়ে আসলাম নাসেরদা কে আর তাঁর নির্মল হাসিমাখা মুখ বুকের ক‍্যনভাসে স্থায়ী হয়ে গেল।

    উত্তরমুছুন
  2. শ্রদ্ধা।নিজ হাতে কবরে নামিয়ে আসলাম নাসেরদা কে আর তাঁর নির্মল হাসিমাখা মুখ বুকের ক‍্যনভাসে স্থায়ী হয়ে গেল।

    উত্তরমুছুন