অঙ্কে ভুল
কত কথা জমে আছে দিনের শেষে প্রান্তিক তাঁবুশীর্ষে
চলমান জ্যামিতির আঁক কাটে লাল নীল কালো দাগ
যারা চলে গেছে তারা কি জেনে গেছে বিরহের মানে
লাল ভেবে যারা নীলে গেছে লাল ভেবে নীল সবুজে
নদী ভেসে গেছে কবে ঈশানকোণে ভালবাসাহীন
বাবারা স্থির, বোধবুদ্ধিহীন, পিতৃপুরুষ বলে কথা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন