ঋণ
ভেতর আর বাইরের মধ্যে
একটা আয়না
পাতা ফেলতে
রেশম রেশম করে ওঠা
দূরত্ব একটা রুহ
কার
স্বপ্নের ভেতর
এত এবড়োখেবড়ো মেলোডি
এত ডার্ক
আঁকা চোখে
চৌকো ছন্দের চলন এসে পড়ছে
কেন
না
আমাদের একটি প্রিয় অভ্যাস
শ্রেণি হয়ে
শ্বাস অবধি ব্যাকগ্রাউণ্ড স্কোর
শ্যামলে শ্যামলে
তোমার কাছে আমার যত ঋণ…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন