গরলবাতা ঋতায়তে
নীলসাদা খোপ খোপ জানলার গায়ে
ছড়ানো ছেটানো নিমপাতা সাজিয়েছে
টুংটাং দু এক কলি অন্যমনস্ক আঙুলচারণে,
সারাদেহে জরাশীত পায়রার পালক বুলায়
গরমও হাজিরা খাতায় সই করে
টুকটাক ছাপ মারে শারীরিক প্রত্যেক ভাঁজে।
টুপটুপ ঝরে চলা হলুদ পাতার
শিরা ওঠা বলিত্বক খুকখুক হাসে
ফের জন্মালো বলে রক্তবীজ অঙ্কুর,
উত্তুরে সাঁইসাঁই হাঁপানির টানে
মৃত্যুর আলুথালু ড্রামের গম্ভীরা গান
প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামের তাকে সঘণ অতীত।
এটমিক নিয়মেই ঈশ্বরকণা এগোয় ক্ষিপ্র গতিতে
দিন আরো বড় হয়, স্ফীত হয় ভাস্করনিয়মে।
শীতআতরে জমে থাকা সম্পর্কসকল
মাটি ফুঁড়ে উঠে আসে উলুপীপুরীর মায়া
পেছনে ফেলে ব্রহ্মগ্রাসী খিদে নিয়ে,
শ্বাদন্তে জমে গেছে নতুন মারণবিষ।
স্বাগত রঙিন ক্যানভাস।
উত্তরমুছুন