অথচ সচল,অথচ হৃদি আনচান আবাদের মাটিতে...
অন্তরালে কারো চোখেরও আরাম হয় না বুঝি!
ত্বকের,
এই সবুজ আমাদের বড় প্রিয়,
এই মানুষ নীল-সবুজে মিশে যাওয়া প্রাণ
তুমি যাকে বসন্ত আবেগে ডাকো
আমিও ভুল করে বলি অঘ্রাণ!
অথচ নামেরও যাওয়া আসা ধুস! আর হৃদি আনচান
এই মানুষ তুমি গড়েছো, একান্ত নিশ্চুপ একটি বাগান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন